ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে বসতবাড়ী ভস্মিভূত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকা-ে বসতবাড়ী ভস্মিভূত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের দুধকুমর ব্রীজপাড় এলাকায় মনতাজ হকের বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে চারটি ঘর ও নগদ সাড়ে পাচ লক্ষাধিক টাকা সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় পাটেশ্বরী ব্রীজপাড় (পাইকেরছড়া) গ্রামের বিধবা রমিছা বেওয়া ও তার কন্যার স্বামী মনতাজ আলী দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল।
রমিছা বেওয়া ভিক্ষাবৃত্তি ও তার কন্যার স্বামী মনতাজ আলী ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। আগুনে ঘরে গচ্ছিত রমিছা বেগমের ৩লাখ ৯৬হাজার এবং মনতাজ আলীর ১ লাখ ২০ হাজার টাকাসহ ৪ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।