ভাস্কর্য ভাঙ্চুরের ঘটনায়-গাংনীতে পৃথক ভাবে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্চুরের ঘটনার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে পৃথক ভাবে বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ ও গাংনী উপজেলা আওয়ামীলীগ।
আজ সোমবার বিকাল সাড়ে ৩টার সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা শহরের বাসষ্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূণরায় সভাস্থলে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
সমাবেশে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মেহেরপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য শাহানা ইসলাম শান্তনা,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, নারী নেত্রী সেলিনা মমতাজ কাকলী প্রমুখ।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজুল হুদা বিশ্বাস, যুবলীগ নেতা ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম,গাংনী উপজেলা সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আবুল বাসার,সাবেক যুবলীগ নেতা আল ফারুক,আব্দুল্লাহ আল মামুন,শ্রমিকলীগ নেতা হবিবুর রহমান হবি,ছাত্রলীগ নেতা সেন্টু, আশিকসহ উপজেলা , ইউনিয়ন ও গ্রাম আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।
অন্যদিকে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি শেষে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগের নেতা আহমেদ আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, জাতীয় পার্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,কৃষি বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফজল প্রমুখ।
এছাড়া সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহ, কৃষকলীগ নেতা আতিয়ার রহমান, আ,লীগ নেতা ইয়াছিন রেজা, প্রভাষক সালাউদ্দীন আহমেদ, কাউন্সিলর বদরুল আলম বুদু,কাজীপুর ইউপি আ,লীগের সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগ নেতা আব্দুল আলিম ,ছাত্রলীগের তৌহিদুল ইসলাম, বিপ্লব হোসেন, অনিক, ইমরান হাবীব আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগ, ,কৃষকলীগ , ছাত্রলীগের কর্মীরা।