ভালোবাসার স্বাদ
পথিক তোমার হৃদয়ের আকুতি বলো,
মেঘাচ্ছন্ন আকাশের সাথে-
সন্ধ্যা গগনের পাখির সাথে;
মিতালী কর নদী ,দীপ্ত শিখা চাহনির সাথে।
ভালোবাস প্রকৃতি আকাশ,
নদীর সাথে মিশে যাও পণ কর,
বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি!
পথিক পথ কখনো শেষ হয় না,
সরল সঠিক পথে হাট,
গাও জীবনের জয় গান;
মনের গহিনের উন্মাদনা, দাবিয়ে রেখনা,
তাকে জাগতে দাও-
অকৃতিম ভালোবাসার মত!
পথিক তোমার দু’পাশ দেখ,
একপাশে রয়েছে বহতা নদী
অন্যোপাশে প্রকৃতি ও ঘাস;
সামনে পিছনে আঁকা বাঁকা মেঠ পথ;
একটু চিন্তা কর এরই মধ্যে
খুঁজে পাবে ভালোবাসার স্বাদ।
লেখকঃহাওলাদার বেলাল,১১/৬/২২, সময়ঃ রাত ৭.৫৮ মি.