ভারতীয় কাপড় রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জসীমউদ্দীন নামের এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নুহু নবীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১৪ সালের ২৫ অক্টোবর মেহেরপুর সদর থানার এসআই ফারুক হোসেন শরীফের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মসজিদের নিকট অভিযান চালান। ওই সময় জসিম উদ্দিন ও হাফিজুর রহমানকে আটক করার পর তাদের বহনকারী আলগামন সহ বেশকিছু ভারতীয় কাপড় চোপড় উদ্ধার করেন। ওই ঘটনায় এসআই ফারুক হোসেন শরীফ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি (১)(বি) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার স্পেশাল ট্রাইবুনাল কেস নং ১৫৮/২০১৫। জি আর কেস নং ৩৪৮/১৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
আসামি জসীম উদ্দীন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি (২) ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড। ২ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাসের আদেশ দেন। মামলায় জব্দকৃত কাপড়-চোপড় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে এডভোকেট খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com