ব্যাংক কর্মকর্তার বাড়িতে স্বর্নলংকার সহ ১৫ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:12 PM, 10 January 2022

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরসভার তেবাড়িয়া গ্রামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারী কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে রোববার রাতের কোন এক সময়ে এই চুরি সংঘটিত হয়। এতে নগদ টাকা ও স্বর্নলংকার সহ প্রায় ১৫ লাখ টাকার চুরি হয়েছে বলে জানা গেছে।

ব্যাংক কর্মকর্তার চাচা মন্টু জানান, তার ভাতিজা ঢাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। যেকারণে মাসের অধিকাংশ সময় তার ভাতিজা ঢাকায় অবস্থান করেন। গত ৪ দিন যাবত ভাতিজার মা ও স্ত্রী আত্নীয় বাড়িতে বেড়াতে যাবার কারনে তাদের দ্বিতীয় তলার ফ্লাটটি তালাবদ্ধ ছিলো। একই বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনি বসবাস করেন। সোমবার সকালে তিনি দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে আটকানো। মোবাইল ফোনে প্রতিবেশীদের ডেকে দরজা খুলে দ্বিতীয় তলায় গিয়ে দেখেন প্রতিটি রুমের ফার্নিচারসহ সব কিছু তছনছ করে রেখে গেছে চোর চক্র। পরে খোঁজ নিয়ে দেখেন ঘরের নগদ টাকা, স্বর্নলংকার ও দামী পোষাকের কোন কিছুই অবশিষ্ট নেই।

ব্যাংক কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ জানান,তার শশুড় বাড়ি থেকে মোটরসাইকেল কেনার জন্য দেয়া আড়াই লক্ষ টাকা সহ নগদ তিন লক্ষ টাকা, ১৩ ভড়ি স্বর্নলংকার ও দামী পোষাক যা ছিলো সব নিয়ে গেছে চোর চক্র। খাটের উপর একটি মোটা রড ও ঘরের মেঝেতে সিগারেটের অংশ পরে থাকতে দেখা যায়। তাতে ধারনা করা হচ্ছে রড দিয়ে তালা ভাঙা হয়েছে এবং ধীরে সুস্থে আয়েশ করে ধুমপান করেছে চোর চক্র। এ ব্যাপারে কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, সরেজমিন তদন্ত করা হয়েছে। দ্রুত গতিতেই চুরির সাথে সম্পৃক্তদের বের করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :