বৃক্ষরােপণে দেশসেরা পুরস্কার পেলাে মেহেরপুর জেলা কৃষকলীগ
বাংলাদেশ কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২১ এর সেরা বৃক্ষ রোপণকারী হিসাবে জেলা ভিত্তিক মেহেরপুর জেলা কৃষকলীগ প্রথম পুরস্কার অর্জন করেছে।
শনিবার সকাল ১০ টাই গণভবনে ২০২৪ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকরত্ন শেখ হাসিনা নিজ হাতে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
মেহেরপুর জেলার পুরস্কার গ্রহণ করেন মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি,সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। এসময় গণভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীবসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ পুরস্কার গ্রহণ করেন।