বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বুধবার বিকালে বিড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ ওয়াসিম,সানোয়ার হোসেন, মুহিত আলী,আহসান হাবিব জিলা প্রমুখ। আলোচনা সভায় প্রতিটি গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়। এবং তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সে ব্যাপারে গ্রাম পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। আলোচনা সভায় বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন।