বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নাটুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নাটুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকালের দিকে সোনাপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নাটুকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মালা অর্পণ করা হয়। মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান মরদেহ পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সহকারী কমিশনার ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী সহ গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। পরে সোনাপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাতে বার্ধক্যজনিত কারণে লুৎফর রহমান নাটু নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা নাটুর স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।