বীর মুক্তিযোদ্ধা আজিবারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 03 October 2021

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা (অবঃ পুলিশ সদস্য) আজিবার রহমান (৭৫) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার শেষে দাফন করা হয়েছে ।

রবিবার বিকেলে খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকে
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস এবং ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোস্তাফিজুর রহমান রতনের নেতৃত্বে কুষ্টিয়া পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ বাহিনী সশস্ত্রে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক স্যালুট জানিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন ।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা আজিবার রহমানের বিদেহী আত্মার কফিনে গভীর শ্রদ্ধাসহ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন- সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল হক, সাবেক কমান্ডার আবু তৈয়ব, পাটিকাবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা৷

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বাদ আছর খেজুরতলা-ওয়াপদা কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় ।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে হঠাৎ স্ট্রোক জনিত কারনে নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আজিবার রহমান (অবঃ পুলিশ সদস্য) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ৷

আপনার মতামত লিখুন :