বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অবস্থান, উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:44 PM, 25 March 2021

মেহেরপুরে এক নৌ সদস্যের স্ত্রীর সাথে এক যুবকের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক বাদশা মিয়া (১৮) কে উত্তম মধ্যম দিয়ে প্রেমিকাকেসহ পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রেমিক বাদশা মিয়া গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বেড়পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে নৌ সদস্য জুনায়েদ এর সাথে তিন বছর পূর্বে গাংনী উপজেলার সানঘাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে বিপাশা (১৮) (ছদ্দনাম) সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এরইমধ্যে বাদশা মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জেরে বাদশা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিয়ের দাবিতে শহিদুল ইসলামের বাড়িতে অবস্থান নেয়। ছেলে ও মেয়েকে অনেক বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষমেশ রাত ২টার দিকে তাদেরকে পুলিশের হাতে তুলে এলাকাবাসী।

বিপাশা জানান, গত তিন চার মাস আগে রক বাদশা নামে একটি ফেসবুক আইডি থেকে তার সাথে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি এখন বাদশাকে বিয়ে করতে চাই।

বাদশা বলেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা বিয়ে করে সুখী হতে চাই।

মেয়ের বাবার বরাত দিয়ে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বাদশা বিপাশার বন্ধু। বাদশা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। এলাকাবাসী ষড়যন্ত্র করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। কারো কোনো অভিযোগ না থাকায় মেয়েকে তার বাবার জিম্মমায় দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :