বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উপলক্ষে গাংনীতে র্যালী ও আলোচনা সভা


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ছিলেন উপজেলঅ পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলঅ কৃষি অফিসার এমরান হোসেন, মৎস্য অফিসার সাইদ উর রহমান, নির্বাচন অফিসার কামরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।