বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে,নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবীতে কক্সবাজারে মানববন্ধন
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন পাশ এবং নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ সাংবাদিক সমাজের বিভিন্ন দাবি ও সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিদের অবিলম্বে গ্রেফতারসহ সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রের মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল বিকেলে কক্সবাজারের সুগন্ধা সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মধুসূদন মন্ডল, আফরোজা আক্তার ডিউ, মোশাররফ হোসেন, মাহবুব আলম নয়ন, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, অমিত রায়, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন, , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলাম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি বুলবুল ফারাজি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব , সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সোহেল রানা, গোপীনাথ, নূরে জান্নাত আক্তার সীমা, নাজমুল হক সৈকত, সুইটি, আঙুর নাহার মন্টি, কৈশিক দে বাপী সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।