বিএনপি নির্বাচনে আসেন নির্বাচনকে বিতর্কিত করার জন্য..জনপ্রশাসন প্রতিমন্ত্রী


বিরোধীদলকে উদ্দেশ্য করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, তারা প্রতিবার নির্বাচনে এসেছেন নির্বাচনকে বিতর্কিত করার জন্য। আবারো ষড়যন্ত্র চলছে। তারা বড় বড় কথা বলছে, মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কররণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারা কখনো মুক্তিযোদ্ধের কোন বিষয়কে সম্মান করে না। আলবদর, রাজাকার, আল শামস নিয়ে চলাফেরা করে। তারা গ্রেনেড হামলা করেছে। বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে।
প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূপেষ রঞ্জন রায়, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।