বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার যাদবপুর ৪ রাস্তার মোড়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং রোগ মুক্তি কামনা দোয়া করা হয়।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন লালটু সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ গনি, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান ,বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলি,নাসির উদ্দিন, রুহুল মোল্লা ,শফিকুল ইসলাম, আব্দুল মতিন, রফিকুল ইসলাম ,নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।