বিএনপি ও জামায়াতের হরতাল ও অবরোধ সন্ত্রাস ও নৈরাজ্য’র প্রতিবাদে মেহেরপুর গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি ও জামায়াতের হরতাল ও অবরোধ সন্ত্রাস ও নৈরাজ্য’র প্রতিবাদে মেহেরপুর গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী বাজারস্থ উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসষ্ট্যান্ডে চত্তরে সংক্ষিপ্ত বক্তব্য’র মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইয়াসিন রেজা,গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন,যুবলীগ নেতা মহিবুল ইসলাম সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারন সম্পাদক সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।