বিএনপি’র জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের অবৈধ অবরোধের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল
বিএনপির জামায়াতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য ও অবৈধ অবরোধের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুলের নেতৃত্বে তার আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগে নেতাকর্মীরা। বিএনপির জামায়াতের ঢাকা এই অবৈধ অপরাধের বিপক্ষে দোকানপাঠ খোলা, যানবাহন চলাচলের পক্ষে অবস্থান করেন আওয়ামী লীগে নেতাকর্মীরা। এসময় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।