বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ
বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার (২৯ অক্টোবর) বিকালে শহীদ ডা: সামসুজ্জোহা পার্কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনর নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম সহ জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরতাল বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ডাকা এই হরতালকে অবৈধ দাবি করে দোকানপাট খোলা ও যানবাহন চালানোর পক্ষে অবস্থান নেন নেতাকর্মীরা। হরতাল বিরোধী এই বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে হুশিয়ারী করেন জন প্রশাসন প্রধানমন্ত্রী ফরহাদ হোসেন।