বারাদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:43 PM, 18 March 2021

মেহেরপুর সদরের বারাদী বাজার সড়ক দুর্ঘটনায় মানিক (২২) নামের এক মোটর সাইকেল চালক গুরুতর জখম হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে বারাদী বাজারের পুলিশ ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত মানিক সিংহাটি গ্রামের হযরত আলীর ছেলে। সে বারাদি বাজারের রাশেদ অটোর একজন মোটরসাইকেল মেকানিক।

জানা যায়, জনৈক ব্যক্তির মোটরসাইকেলের মবিল পাল্টিয়ে চেক করার জন্য সে মোটরসাইকেল নিয়ে পাটকেল পোতা অভিমুখে যাত্রা শুরু করে।

যাত্রাপথে দোকানের অদূরবর্তী পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে একটি ডাব বোঝাই বাইসাইকেল প্রধান সড়কে উঠে পড়লে আকস্মিক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হয় মানিক।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন :