বাবা
বাবা তুমি চলে গেছ কয়েক বছর হলো,
প্রতিদিন, প্রতি সেকেন্ড, অন্তরে মিশে আছ;
জানিনা কেমন আছ বাবা,ঐ না পরপারে,
মন বলে তোমায় ভালো রেখেছে পরয়ার দেগারে।
নামাজ শেষে প্রতিদিন করি তোমার জন্য দোয়া,
রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানী সগিরা;
শৈশবে যেমন পিতৃ স্নেহে আদর করেছ মোরে,
তোমাকে যেন আল্লাহতালা- রাখে সন্মানেতে।
দোয়া করি রোজ আল্লাহর কাছে
মস্তক করে নত,
আমার বাবাকে রেখ তুমি সুমহান মর্যাদাতে;
এই পৃথিবীতে বাবা ছাড়া সবই অন্ধকার,
বাবা মানে বর্ষার ছাতা, তটিণী-র, জোয়ার বারো মাস!
আমার বাবা যেমন শ্রেষ্ঠ, সকল বাবা তাই,
বাবা মানে পূর্ণিমা চাঁদ আত্ম অহংকার।
সকল বাবাকে রেখ খোদা কবরে সন্মানে,
এই ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারেতে;
বেঁচে আছে যত বাবা এই ধরনীত পরে,
সকল বাবার নেক হায়াত খোদা দিও দুনিয়াতে।
সূত্রঃহাওলাদার বেলাল
২০/০৬/২২,সময়ঃ১২.৪০মি.
পৃথিবীর সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা।