বাফুফে’র রেফারি নির্বাচিত হলেন মেহেরপুরের সোহেল রানা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মো: শুকুর আলীর ছেলে সোহেল রানা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ৩য় শ্রেণির রেফারি নির্বাচিত হয়েছেন। তিনি চলতি বছরের গোড়ার দিকে বাফুফে’র অধীনে প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন ধরণের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। তিনি বাফুফে’র চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সনদপত্র পেয়েছেন। তিনি ভবিষ্যতে স্বাধীনতার সুতিকাগার মুজিবনগর তথা মেহেরপুরের ফুটবল উন্নয়নে কাজ করে যাবেন। সনদ পাওয়ার পর গত বৃহস্পতিবার তিনি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সাথে দেখা করেন। তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। সোহেল রানা বাফুফে’র ৩য় শ্রেণির রেফারি নির্বাচিত হোন এবং বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর তথা মেহেরপুর জেলার ফুটবলের উন্নয়নে কাজ করে যাবেন এটাই প্রত্যাশা করি।