বাড়ি ফেরার পথে মেহেরপুর উত্তর শালিকা মাঠের কাছ থেকে তিন লক্ষ টাকা ডাকাতি।

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:59 PM, 17 April 2021

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ১ ভুট্টা ব্যবসায়ীকে  আহত করে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যবসায়ীর মোহর আলী । শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহর আলী শ্যামপুর সিরাজপুর মাদ্রাসা প্রাঙ্গণে ভুট্টা বিক্রি করে সেখানে কাজ করছিল। সন্ধ্যার পর ৪-৫ জনের সশস্ত্র একদল যুবক ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে অন্যান্য কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় পর মহর আলীর কাছ থেকে ভুট্টা বিক্রি ৩ লক্ষ টাকা নিয়ে মহর আলীকে তুলে নিয়ে চলে যায়।

পরে তাকে পিটিয়ে জখম করে উত্তর শালিকার মাঠে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সাথে জড়িত শ্যামপুরের মিলন এবং উত্তর শালিকা গ্রামের আল-আমিন হোসেন কে চিনতে পেরেছে বলে তিনি জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন :