বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত
কুষ্টিয়ার তরুণ সংগঠক সাংবাদিক দেবাশীষ দত্তকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। গত সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেবাশীষ দত্তকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত’র বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিক দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক “আজকের আলো” ও “সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইন, জাতীয় দৈনিক খোলা কাগজ ও জনপ্রিয় অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমবিডি,নিউজ’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি, আলো টিভির প্রধান সম্পাদক, কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। সাংবাদিক দেবাশীষ দত্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনিত হওয়ার কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক পার্থ দে সহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের তেৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।