বাংলাদেশ পুনাক কর্তৃক আয়োজিত “সামাজিক বনায়ন কর্মসূচী”জেলার পুনাক সভানেত্রীগণের সহিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
‘‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’’
এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পুনাক কর্তৃক আয়োজিত “সামাজিক বনায়ন কর্মসূচী” সংক্রান্তে অদ্য ১১ আগস্ট ২০২১ তারিখে ১১.৩০ ঘটিকায় ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, পুনাকের সভাপতিত্বে বাংলাদেশের সকল জেলার পুনাক সভানেত্রীগণের সহিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গা হতে উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যোগদান করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, সুযোগ্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এবং জনাব শারমিন মুস্তারী, সভানেত্রী পুনাক (সহধর্মিণী পুলিশ সুপার, চুয়াডাঙ্গা)। উক্ত ভিডিও কনফারেন্স শেষে প্রধান উপদেষ্টা, পুনাকের নির্দেশনা মোতাবেক ১২.৪০ ঘটিকায় জনাব শারমিন মুস্তারী, সভানেত্রী পুনাক (সহধর্মিণী পুলিশ সুপার, চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গার নেতৃত্বে পুলিশ লাইন্সের অভ্যন্তরে ও পুলিশ পার্কে ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) চুয়াডাঙ্গা সহ তাঁদের সহধর্মীনিগণ এবং অন্যান্য অফিসার ফোর্সগন।