বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:15 PM, 08 August 2021

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করা হয়েছে।

রবিবার সকালের দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমের মাধ্যমে পদক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে পদক বিতরণ অনুষ্ঠান জুমের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল-আসাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ফজলুল হক অনুষ্ঠানটি মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উপভোগ করেন।

আপনার মতামত লিখুন :