বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -১ আসনের মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন। বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং বন সংরক্ষক, বন বিভাগ, চুয়াডাঙ্গা।