বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে গাংনী উপজেলা ছাত্রলীগের আলোক শিখা প্রজ্বলন
শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্বলন কর্মসূচী পালন করেছে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাজাহান আলি,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক আশিক,ছাত্রলীগ কর্মী শাহরিয়ার, সাকিল,তন্ময়,সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ।