বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কুমারখালীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:41 PM, 15 August 2021

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন স্কুলে দোয়া, মোনাজাত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার শিলাইদহের খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় ও যদুবয়রার এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাজেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. হাফিজুর রহমান।

এছাড়া বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে যদুবয়রার এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আশয়ারীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ও যদুবয়রা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন , শহীদুল ইসলাম শহীদ, ফরহাদ হোসেন, মিজানুর রহমান মিজান, শিহাব উদ্দিন, আব্দুল খালেক প্রমুখ। এসময় স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে দরিদ্র ও মেধাবী ২৫ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম।

আপনার মতামত লিখুন :