বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:08 PM, 04 March 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মামুনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ চন্দ্র রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন প্রমূখ।
আলোচনা সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, আলোকসজ্জাকরণ, আতশবাজি, শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ রয়েছে।

আপনার মতামত লিখুন :