বগুড়া থেকে অজানার উদ্দেশ্যে বের হওয়া চার শিশুকে উদ্ধার করলো পুলিশ!

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:15 PM, 07 September 2021

বগুড়ার কাহালু উপজেলায় বাড়িতে কাউকে কিছু না বলে অজানার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া ভ্রমণ পিপাসু ৪ জন শিশুকে ঘরে ফেরালেন পুলিশ।

সোমবার (৬সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বগুড়া কাহালু উপজেলার ৪জন শিশু বাড়িতে কাউকে কোনো কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে চলে যায়।
তাদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করলে তাদেরকে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা থেকে উদ্ধার করে কাহালু থানা পুলিশ।

উদ্ধার হওয়া ৪ জন শিশু হলো-বগুড়ার কাহালু উপজেলাধীন বীরকোদার দীঘিরপাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ পায়ের হাসান পাপ্পু( ১৪), ভাতিজা মোঃ মেহেদর হাসান(১৪), মোঃ আশিক হোসেন(১৩) এবং মোঃ রাসেল মিয়া।
৭ সেপ্টেম্বর(মঙ্গলবার) দুপুপে বগুড়া জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিরা মুখপাত্র) ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেল, উদ্ধার হওয়া ৪জন শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বগুড়ার, কাহালু উপজেলার বীরকেদার দীঘিরপাড়া এলাকার চারজন শিশু বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেয়ার পরে রাত ১০ টার দিকে শিশু পায়ের হাসান পাপ্পুর পিতা মোঃ জাহিদুল ইসলাম কাহালু থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরবর্তীতে নন্দীগ্রাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমানের নেতৃত্বে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন সহ একটি টিম গঠন করা হয়। উক্ত টিম দ্রুত ঘটনাস্হলে গিয়ে আভিভাবকসহ স্হানীয় চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসা করে জানতে পারেন ওই চারজন শিশু তাদের জমানো কিছু টাকা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং তাদের বিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছেনা।

পরবর্তীতে পুলিশের উক্ত টিম তাৎক্ষণিকভাবে জানতে পারেন শিশু ৪জন বগুড়া থেকে কক্সবাজারগামী এসআর পরিবহন বাসে উঠে কক্সবাজার যাচ্ছেন। পরে পুলিশের টিমটি এসআর পরিবহনের সুপারভাইজারের মোবাইল নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বলে জানতে পারেন, শিশুগুলোসহ তাদের বাস এখন ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা অতিক্রম করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ মোহাম্মদপুর থানা পুলিশকে সংবাদ দেন।
এরপর মোহাম্মদপুর থানা পুলিশের মাধ্যমে বগুড়া কাহালু থানা পুলিশ শিশু ৪জকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন এর নিকট বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অজানার উদ্দেশ্যে বেরোনো ৪জন শিশুকে উদ্ধার করে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্হানীয় মেম্বর মোঃ আলেফ উদ্দিন পুটুর উপস্থিতিতে ওই ৪ জন শিশুকে তাদের নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :