ফ্রান্সে নবীজি’র ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে-গাংনীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা শহরে পৃথক ভাবে হাজার মুসল্লিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুরে আহলে হাদীস জেলা শাখা ও গাংনীতে তৌহিদী জনতা প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।
গাংনীতে মানববন্ধন শেষে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহা সচিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের,গাংনী উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসেন,গাংনী বাজার মসজিদের ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমীন,সমাজ সেবক হাজী মুহাম্মদ মহাসিন আলী প্রমুখ।
সবশেষে ফ্রান্সের রাষ্ট্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়।