ফেন্সিডিলসহ পীরগঞ্জ থানা পুলিশের হাতে ২ জন আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:14 PM, 30 March 2021

রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পীরগঞ্জ থানাধীন ফলিরবিল নামক এলাকায় রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামানের দিকনির্দেশনায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের নেতৃত্বে জামিউল ইসলাম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ফেনসিডিল সহ মোঃখোকন মিয়া(৩২), পিতা- মোঃফরমান আলী, সাং খোশালপুর ও মোঃ মেহেদী (১৯), পিতা- মোঃ হযরত, সাং- কসবা সাগরপুর দীঘিপাড়া উভয়ের থানা- বিরামপুর জেলা – দিনাজপুর গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু।

আপনার মতামত লিখুন :