প্রেমের টানে কক্সবাজার থেকে মেহেরপুর
প্রেমের টানে সুদূর কক্সবাজার থেকে মেহেরপুরে পাড়ি জমিয়েছেন ৩৫ বছরের এক মহিলা।আজ রবিবার সকালে কক্সবাজার থেকে মেহেরপুরে পৌঁছায় সে। ওই মহিলা কক্সবাজারের উখিয়া থানার সিদ্ধার বিল গ্রামের আলী হোসেনের মেয়ে মুর্শিদা খাতুন (৩৫)।
ঘটনা সুত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার আমিশাপাড়া শহিদুল ইসলামের ছেলে শাহারুল ইসলাম (২৫) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। প্রেম থেকে ধীরে ধীরে ঘর বাধার স্বপ্নে কক্সবাজার থেকে পাড়ি জমায় মেহেরপুরে।
মূর্শিদা খাতুন জানান, সাহরুল আমাকে বিয়ে করবে এমন শর্তে আমি কক্সবাজার থেকে মেহেরপুর এসেছি।
শাহারুল ইসলাম জানান, আমাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বিয়ে করতে চাই। আমি নিজে তাকে মেহেরপুরে আসার জন্য বলেছি। সে আমার সাথে বিয়ে করার জন্য এসেছে। আমি তাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই।
তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, তারা উভয়ে দুজন দুজনকে পছন্দ করে এবং দুজন দুজনকে বিয়ে করে সুখে সংসার গড়তে চায়। আমি উপস্থিত থেকে সামাজিক ভাবে তাদের বিবাহ সম্পন্ন করেছি। আমি আশা রাখি তারা সুখী হবে।