প্রায় ১৬ বছর পর মুজিবনগরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত
প্রায় ১৬ বছর পর মেহেরপুরের মুজিবনগরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিষ্ট শেখ হাসিনা কতৃর্ক ছাত্র—জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আশরাফুল হক কাল, আজিমুদ্দিন গাজী, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ, শ্রমিক দলের সভাপতি আহসানাবীব সোনা, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবু প্রমুখ। এর আগে মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।