প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাংনীতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সাবেক ছাত্রনেতা মরহুম কামরুজ্জামান বুড়াে ফাউন্ডেশন এর উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
কামরুজ্জামান বুড়াে ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন এমপি।এসময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,বিশিষ্ট সমাজ সেবক হাজী মহাম্মদ মহাসিন আলী,বীর মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক,আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ উপস্থিত ছিলেন।পরে ৩৭জনের মাঝে সেলাই মেশিন ও ৩২ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।