প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কাথুলীর ১ হাজার ৬৭২ জন মানুষ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা হিসেবে মেহেরপুর সদর উপজেলার কাথুলী ইউনিয়নের ৩ হাজার ৫১৪ জন অসহায় মানুষকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে কাথুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কাথুলী ইউনিয়নের চাল বিতরণের উদ্বোধন করা হয়। মেহেরপুর-২ আসনের সাংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাথুলী ইউনিয়নের চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।
চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অন্যদের মধ্যে ট্যাগ অফিসার,গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক মন্টু সেখানে উপস্থিত ছিলেন। কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ হাজার ৫১৪ জনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে।