প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যাক্তিদের কতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:46 PM, 11 August 2021

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যাক্তিদের কতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
১১ আগস্ট বুধবার সকাল ১০টা সময় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংস্থার ট্রেনিং রুমে প্রতিবন্ধীদের সংগঠন ডিপিও সদস্যদের নিয়ে প্রতিবন্ধী ব্যাক্তিদের কতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ৩ দিনে প্রশিক্ষণের উদ্ভোধন অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী, আলুকদিয়া ইউনিয়ন ডিপিওর সভাপতি সাবিরন নেছা, মোমিনপুর ইউনিয়ন ডিপিওর সভাপতি জাহিদুল ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন ডিপিওর সভাপতি তাহমিনা খাতুন, পদ্মবিলা ইউনিয়ন ডিপিওর সভাপতি সুলতান বাদশা ও বেগমপুর ইউনিয়ন ডিপিওর সভাপতি শাহানারা খাতুন প্রমুখ। উদ্ভোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রজেক্ট অফিসার আজিজুল ইসলাম। সহযোগিতায় ছিলেন প্রকল্পের ফিল্ড ভলেন্টিয়ার সাইদুর রহমান রানা, আব্দুর রহমান ও সবুজ মিয়া।

আপনার মতামত লিখুন :