প্রতিদিনের কুষ্টিয়া পরিবারের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এ বনভোজন হয়েছে। এটি ছিল প্রতিদিনের কুষ্টিয়া পরিবারের প্রথম বনভোজন।
সোমবার দিনব্যাপী এ বনভোজনে নেতৃত্ব দেন প্রতিদিনের কুষ্টিয়া নিউজের প্রধান সম্পাদক রাকিব হাসান ও সম্পাদক ও প্রকাশক খালিদ হাসান রিংকু।
বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর প্রেসক্লাব (ডি,পি,সি) সভাপতি মোঃ আব্দুল আলীম সাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ কায়সার, এম টিভির সম্পাদক মোঃ মিনারুল ইসলাম, গাংনী চোখ নিউজের সম্পাদক রাব্বি আহমেদ, এ এন টিভির দৌলতপুর প্রতিদিনি মোঃ আলাউদ্দিন আহমেদ, দেশতথ্য প্রতিনিধি মোঃ মহিন উদ্দিন, জেকে টিভির সম্পাদক মোঃ আশিক ইসলাম, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকা দৌলতপুর প্রতিনিধি সোনাই রহমান সুজন, এছাড়া উপস্থিত ছিলেন প্রতিদিনের কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শামীম আসরাফ, রুমন বিশ্বাস, আব্দুর রহিম, রানা আরেফিন, মাসিদুল হাসান, সাঈদ হাসান।
বনভোজন শেষে প্রতিদিনের কুষ্টিয়া নিউজের সম্পাদক খালিদ হাসান রিংকু বনভোজনে অংশ নেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।