পোড়াদহে ট্রেন থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ চোরাকারবারি শাহীন আটক
খুলনা থেকে গোয়ালন্দ গামী নকশি কাঁথা মেইল ট্রেন পোড়াদহে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পোড়াদহ রেলওয়ে থানার ওসির নির্দেশে এসআই সৌমেন দাস টিজিং ডিউটিরত সাইদুর রহমানের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গতকাল যুবক শাহিন আলীকে আটক করা হয়। আটকের পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহীন নিয়মিত চোরাকারবারি । এব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার নাম্বার ৪।