পেট্রোল পাম্পের বিস্ফোরণে আহত রিমনের পরিবারের পাশে মোস্তাফিজুর রহমান খালেক
গত শুক্রবার (১২ ই আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় আহত রিমন(১৩) এর পরিবারের পাশে দাড়িছেন বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান খালেক।
আজ বুধবার (১৭ই আগস্ট) রিপনের নিজ এলাকা রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি এসে রিমনের মায়ের হাতে সাহায্য সহযোগিতা তুলে দেন মোস্তাফিজুর রহমান খালেক। এসময় তিনি রিমনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
মোস্তাফিজুর রহমান খালেক বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।পেট্রোল পাম্পে বিস্ফোরণের নিহত ৩ জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি জানতে পেরেছি পেট্রোল পাম্পে বিস্ফোরণে আহত শিশু রিমনের পরিবার অনেকটা অসহায়। রিমনের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান রাখবো রিমনের পাশে দাঁড়ানোর জন্য।