পূর্ব শত্রুতার জেরে গাংনীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ করেছেন পুকুর মালিক মোঃ মহিবুল ইসলাম।
মহিবুল ইসলাম ঐ গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
এ ঘটনায় তিনি সন্দেহ করছেন একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে ছমির ও তার স্ত্রী রাবেয়া খাতুনকে।
পুকুর মালিক মহিবুল ইসলাম বলেন কয়েকদিন আগে তার জমিতে ছমির ও রাবেয়ার ছাগল আসলে তাদের নিষেধ করে এ নিয়ে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে ছমির ও রাবেয়া তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে যা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা অভিযোগ করে যখন কোন কাজ হয়নি তখন আবারও তারা আমাকে সর্বশান্ত করতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে।
মাছ নিধনের বিষয়ে ছমির ও রাবেয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলেও জানান ভুক্তোভোগি মহিবুল ইসলাম।
এদিকে অভিযুক্ত ছমির ও রাবেয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।