পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ শনিবার(১৪আগস্ট) সকাল ১০ টার সময় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে
আগষ্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম। উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়ীতে দৈনন্দিন ব্যবহার্য্য জিনিষ পত্রাদি প্রদান করেন। সকল পর্যায়ের অফিসার ও ফোর্সর মাঝে হটপট বিতরণ করেন। জেলার শ্রেষ্ঠ পারফরমেন্স কারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাহাঙ্গীর আলম, শিক্ষানবিস সহকারি পুলিশ সুপার জনাব মোঃ সাজিদ হোসেন, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসার ফোর্সবৃন্দ।