পুলিশ লাইনে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সফলতা দেখিয়েছেন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান
সবজি চাষে বদলে গেছে মেহেরপুর পুলিশ লাইনের চারপাশ। একসময়ের যে জমি জঙ্গলে ভরা ছিল, সেখানে এখন চলছে নানা ধরনের শাক-সবজি। এদিকে একদিকে যেমন পুলিশ সদস্যদের নিরাপদ পুষ্টি চাহিদা মিটছে, অন্যদিকে সুরক্ষিত থাকতে পরিবেশ।
২০২৩ সালের ১২ই মে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আহসান খান। মেহেরপুরের যোগদানের পর থেকেই পুলিশ লাইনের পরিত্যক্ত জমিগুলোতে সবজি চাষের উদ্যোগ নেন। সরকারী কাজের ফাঁকে অবসরে পুলিশ সদস্যদের নিয়ে সম্বন্বিত কৃষি প্রকল্প আওতায় বিষ ও রাসায়নিক সার মুক্ত নিরাপদ শাক-সবজি। গত এক বছরে পাল্টে গেছে মেহেরপুর পুলিশ লাইনের আশেপাশের চিত্র। এক সময় যে জমি জঙ্গলে ঘেরাছিল সেই জমিটাই ফলছে,লাল শাক, কলমি শাক, কপি, টমেটো, বেগুন, ঢেড়স, চিচিংগা, কুমড়া, লাউসহ তরমুজ, দেশী পেঁপে, কতবেল, জলপাই ও কলাসহ ১৫-২০ ধরেন সবজি। যে সকল শাকসবজি উৎপাদন করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ বালাইনাশক মুক্ত।
মেহেরপুর পুলিশ লাইনের পুলিশ সদস্যরা জানান, তার(স্যার) এমন উদ্যোগের কারণে দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে থাকা বিস্তীর্ণ জমি এখন সোনা ফোলার উর্বর ভূমি হয়েছে। তাই সরকারী কাজের ফাঁকে এই বাগান তৈরী করতে পেরে খুশি এবং উপকৃত বলছেন মেহেরপুর পুলিশ ব্যরাকের পুলিশ সদস্যরা। এখন বাজার থেকে পুলিশকে সবজি কিনতে হয় না। কৃষি অফিসের সহায়তায় এবং নিজেদের অর্থ ও পরিশ্রমে তৈরী মেহেরপুর পুলিশের সবজি বাগান এখন সবার কাছে অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আহসান খান গাংনীর চোখ’কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে পরিত্যাক্ত জমিতে সব্জী চাষ শুরু করি। এই সব্জীবাগানের উৎপাদিত সব্জী এখন পুলিশের আভ্যন্তরীণ পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো জবে।
মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম নাজমুল হক গাংনীর চোখ’কে বলেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ সুন্দর থাকছে। পুলিশ লাইনের পরিত্যক্ত জমিটিকে চাষযোগ্য করে সেখানে গড়ে তোলা হয়েছে সবজি বাগান। সেখানকার নিরাপদ সবজি এখন পুলিশ সদস্যদের সবজি চাহিদা মিটাচ্ছে। পুলিশের আরও যে সমস্ত পরিত্যক্ত জমি রয়েছে সেগুলোও চাষ উপযোগী করা হচ্ছে।
মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা চাইনা খাতুন গাংনীর চোখ’কে বলেন, মেহেরপুর কৃষি বিভাগের সহায়তা ও পুলিশ সদস্যদের পরিশ্রমে পুলিশ লাইন চত্বরে নানা জাতের সব্জী চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগ বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরের পরিত্যাক্ত জমিতে বা আঙ্গিনায় সব্জী চাষাবাদে কাজ শুরু করেছে।