পুকুরে ডুবে গাংনীর রাসেদুল ইসলামের মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:20 PM, 29 May 2022

পুকুরে সাঁতার কাটার সময় সাতক্ষীরা কলারোয়া থানার এসআই রাসেদুল ইসলাম এরা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এসআই রাসেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

আরিফুল ইসলাম এর পরিবার সূত্রে জানা যায়, থানা চত্বরের মধ্যে পুকুরে গোসল করার সময় সাঁতার কাটতে যান আরিফুল ইসলাম এসময় তিনি স্টক করেন।

কলারোয়া থানার ডিউটি অফিসার নাসির উদ্দিন গাংনীর চোখ’কে জানান, সকালে এসআই রাশেদুল ইসলাম ও কনস্টেবল ব্রজেন পুকুরে সাঁতারকাটার করার সময় হঠাৎ পুকুরের নিচে তলিয়ে যায় এসআই রাশেদুল ইসলাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশের সহায়তায় প্রায় আধা ঘন্টা পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

 

 

আপনার মতামত লিখুন :