পীরগঞ্জে লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরু চুরি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:31 PM, 07 June 2021

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের অসহায় হতদরিদ্র শাহরবানু (৪০) নামের এক গৃহবধুর লক্ষাধিক টাকা মূল্যের ১টি গাভীসহ ৩টি গরু চুরি গেছে। রোববার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে সোমবার সকালে পুলিশ সন্দেহভাজন একই গ্রামের ফজলার রহমানের পুত্র আয়াতুল্লাহ খুন্নি (৩৫) নামের একজনকে আটক করেছে। গৃহবধূ শহরবানু তার একমাত্র সহায় সম্বল গরু ৩টি হারিয়ে এখন পাগল প্রায়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন :