পীরগঞ্জে লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরু চুরি
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের অসহায় হতদরিদ্র শাহরবানু (৪০) নামের এক গৃহবধুর লক্ষাধিক টাকা মূল্যের ১টি গাভীসহ ৩টি গরু চুরি গেছে। রোববার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে সোমবার সকালে পুলিশ সন্দেহভাজন একই গ্রামের ফজলার রহমানের পুত্র আয়াতুল্লাহ খুন্নি (৩৫) নামের একজনকে আটক করেছে। গৃহবধূ শহরবানু তার একমাত্র সহায় সম্বল গরু ৩টি হারিয়ে এখন পাগল প্রায়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।