পীরগঞ্জে পরিত্যাক্ত কূপে পড়ে শিশুসহ দু’জনের মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:53 PM, 25 June 2021

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে পরিত্যাক্ত মাটির কুয়ায় পড়ে ১ শিশু সন্তান সহ ২ জনের মৃত্যু হয়েছে । এ ঘটনা ঘটে শুক্রবার দুপুরে।

 

গ্রামবাসী জানায়, জয়পুর গ্রামের আঃ হালিম এর শিশু পুত্র জিম বাবু (৭) উক্ত সময় শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় জিম বাবু অসাবধানঃবসত একটি পরিত্যাক্ত কুয়ায় পড়ে যায় । বিষয়টি জানতে পেয়ে জিমকে উদ্ধারে প্রতিবেশী মিজানুর রহমান (৩৩) সহ আরও ১ জন কুয়ায় নামলে তারাও উপরে উঠতে ব্যর্থ হয়।

 

পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শিশু সন্তান সহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসক শিশু সন্তানটি সহ মিজানুরকে মৃত্যু ঘোষনা করেন ।

আপনার মতামত লিখুন :