পাবনায় এশিয়ান টিভি’র ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
“দশ পেরিয়ে এগারোতে পদার্পন,সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনাতে এশিয়ান টিভি’র ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এতিম, দুস্থ, ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫জানুয়ারি) বিকেলে সদর উপজেলা গয়েশপুর বাজারে পাবনা জেলা প্রতিনিধি ফজলুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম উপস্থিত থেকে এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিট সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ বাবলা,এস,এম ল্যাবরেটারীস ব্যবস্থাপনা পরিচালক মো: মাহবুবুল আলম ফারুক, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শদ রানা, এস এ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,দি ডেইলী পোষ্ট জেলা প্রতিনিধি মো: মাসুদ রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফিরোজ খান, গয়েশপুর ইউনিয়নে ভূমি সহকারী কর্মকতা, রবিউল ইসলাম, শিক্ষানবিশ এডভোকেট হেলাল উদ্দিন প্রমূখ। ।