পাথর হয়ে যাও

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:50 PM, 03 May 2022

মানুষের মন যখন খারাপ হয় তখন কি করা উচিত?

ছুটে যাও নদী কিম্বা সাগরের কাছে-
দেখ বিশাল জলরাশি অনমনে নয়
হৃদয়ের গহীন থেকে অনুভব কর
আর ভাব! সাগর চলছে অভিরাম
কত শত বছর ধরে কে জানে
আরো কত শত বছর চলছে বধির হয়ে
সাগরের কষ্টগুলো কাউকে কোন দিন বলতে শুনিনি!

তোমার দুঃখ থাকবে কষ্ট থাকবে
থাকবে ব্যাথা ভরা জীবনের আর্তনাত
থাকবে প্রিয়জন হারানোর ব্যাথা-
থাকবে জীবনের অকুতোভয়
পারলে সাগরের মত বয়ে চলো নিরবধি
তাহলেই মুছে যাবে জীবনের সব দুঃখ, কষ্ট, গ্লানি।

মানুষ তোমাকে ভালো না বাসলে কি করবে?

পাথর হয়ে যাও-
শোকের পাথর নয়, কংক্রিটের পাথর
কেননা পাথর দিয়ে মানুষ কত কি বানায়
বানায় সখের আবাসন আরও কত কি
তুমি পাথরের সাথে কথা বল
তোমার অকুতি মিনতির কথা
উত্তর না দিলেও তোমাকে ব্যাঙ্গ করবেনা।

মনকে বড় করার জন্য তুমি কি করবে?

আকাশের দিকে তাকাও-
দেখ নীল আকাশ, নীল আকাশে তারার মেলা
হঠাৎ মেঘ মালা নীল আকাশকে
মেঘের আড়ালে ডেকে দিয়েছে
তারপরও দেখ আকাশের উদারতা
মেঘকে বলতে শুনিনি তুমি চলো যাও
এত সুন্দর নীল নীলিমাকে তুমি
অন্ধকারছন্ন করেছে কেন?
যাও তোমার সনে আঢ়ি আমার।

দেখ এসব কথা না বলে আকাশ
তার বুকে ধরে রেখেছে-
গ্রহ, উপগ্রহ, উল্কা, তাঁরকা রাজি,মেঘমালা।

লেখকঃহাওলাদার বেলাল,২/০৫/২২, সময়ঃ ৯.৩৭মি.

আপনার মতামত লিখুন :