পঞ্চম বারের মত জেলার শ্রেষ্ট নির্বাচিত হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদরাসা
টানা পঞ্চম বারের মত জেলার শ্রেষ্ঠ মাদরাসা হিসাবে গৌরব ধরে রাখলো মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ডি.এইচ ফাজিল মাদরাসা। একই সাথে এবার মাদ্রাসা শিক্ষার্থীদের তালিকায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একই মাদসার ছাত্র তানভীরুজ জামান।
শিক্ষার সুষ্ঠ পরিবেশ, ভাল ফলাফলসহ ভৌত অবকাঠামোর বিবেচনায় এবং শিক্ষা ক্ষেত্রে এলাকায় অবদান রাখায় মাদরাসাটি পঞ্চমবারের মত শ্রেষ্ট হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ উপলক্ষে এ ঘোষণা দিয়েছে জেলা শিক্ষা অফিস।
বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল আব্দুর রাজ্জাকের হাতে ক্রেষ্ট ও সম্মাণনা স্বারক তুলে দেন।
হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদরাসাকে পঞ্চম বারের মত জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করায় মেহেরপুর শিক্ষা প্রশাসন ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রিন্সিপ্যাল আব্দুর রাজ্জাক।