নৌকার মনোনয়ন পেলেন ডা. সাগর
গাংনীর চোখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এ.এস.এম. নাজমুল হক সাগর । তার এই আসনের বর্তমান সংসদ সদস্য গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
আজ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আগামী জাতীয় নির্বাচনের আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।