নির্যাতন নিপীড়ন চালিয়েছেন ছাড় দেওয়া হবে না— মাসুদ অরুন
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, মানুষের সাথে বিভেদে জড়াবেন না। গরিব মেহনতী মানুষের সাথে বিএনপির কোন শত্রুতা নেই। তবে আমার নেতাকর্মীদের উপর যারা গত ১৬ বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন,চিহ্নিত কিছু আওয়ামী লীগ নেতা আমার নেতাকর্মীদের উপর অত্যাচার চালিয়েছে, লুটপাট করেছে।
মাসুদ অরুণ আরো বলেন, যারা এসব লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে বলতে চাই, আপনারা নিজে এসে সেই সমস্ত লুটপাটের জিনিস ফেরত দিবেন। যদি না দেন, যদি আমার জনগন চাই তাহলে জনতার আইনে তাদের বিচার হবে।
মাসুদ অরুন শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ,জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বি প্রমুখ।